শিরোনাম
শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

নতুন প্রজন্মকে স্মার্ট দেশের যোগ্য নাগরিক করে গড়ে তুলতে হবে : ফরিদা ইয়াসমিন

নিজস্ব প্রতিবেদক

নতুন প্রজন্মকে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন। গতকাল নরসিংদীর বেলাব উপজেলার ধুকুন্দি উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধা সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এখান থেকেই আগামীর নেতৃত্ব তৈরি হবে। মেধাবীরাই আগামীর নেতৃত্ব দেবে। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কন্যাসন্তানদের অল্প বয়সে বিয়ে দেবেন না। তাদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করবেন। সরকার স্মার্ট দেশের ঘোষণা করেছে, সেই স্মার্ট দেশের জন্য যোগ্য নাগরিক করে গড়ে তুলতে হবে। আমাদের সন্তানরাই সেই স্মার্ট দেশের সুবিধা নেবে, নেতৃত্ব দেবে। সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান উদ্বোধন করেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জি এম তালেব হোসেন। ধুকুন্দি উচ্চবিদ্যালয়ের সভাপতি ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ভাস্কর মো. অলি মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর