রবিবার, ১২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বরিশালে আগুনে পুড়ে সর্বস্বান্ত মতুয়া সম্প্রদায়ের আট পরিবার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে আগুনে পুড়ে সর্বস্বান্ত মতুয়া সম্প্রদায়ের আট পরিবার

বরিশাল নগরীর নতুন বাজার এলাকার অমৃতাঙ্গন কলোনিতে (বস্তি) আগুনে পুড়েছে বসতঘরসহ যাবতীয় মালামাল। এতে নিঃস্ব হয়ে গেছে ওই কলোনিতে বসবাসকারী মতুয়া সম্প্রদায়ের আটটি পরিবার। পরিবারের রান্না করে খাওয়ার মতো সহায় সম্বলও অবশিষ্ট নেই তাদের। ভোরে আগুনের হাত থেকে প্রাণে বেঁচে গেছেন ওই পরিবারের সদস্যরা। এ পর্যন্ত তাদের পাশে দাঁড়ায়নি কেউ। এখন পোড়া ভিটার ওপর আহাজারি করছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোর ৫টার দিকে ওই কলোনির নিরোধ বাড়ির রান্নাঘরের কাঠের চুলা থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। ডাকচিৎকারের শব্দে ঘুম ভেঙে কোনোমতে সন্তানসহ পরিবার-পরিজন নিয়ে প্রাণে বেঁচে যান আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগে কলোনির ওই ব্লকে থাকা আটটি বসতঘরসহ যাবতীয় মালামাল পুড়ে যায়। আগুনে তপন, পেয়ারা, কালু, রতন, নিরোধ, সুনীল, জামাল, তরুণ ঘোষাইর পরিবার সর্বস্বান্ত হয়ে যায় বলে জানান কলোনির বাসিন্দা চটপটি বিক্রেতা তপন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন কোথায় মাথা গুঁজবে আর কী খাবে তার কোনো ব্যবস্থা নেই বলে জানান তারা। এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নাইমুল হোসেন লিটুর বক্তব্য নিতে চাইলেও তিনি কোনো কথা বলতে রাজি হননি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর