শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বরিশালে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি

বরিশালে স্মরণকালের সর্ববৃহৎ বাইসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সিটি করপোরেশন এ র‌্যালির আয়োজন করে। সিটি মেয়রের নেতৃত্বাধীন র‌্যালিতে বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়। প্রায় সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ র‌্যালি ছিল সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ। র‌্যালি উপলক্ষে বিকাল সাড়ে ৩টা থেকে সোয়া ৫টা পর্যন্ত নগরীর প্রধান প্রধান সড়কে সব ধরনের গণপরিবহন বন্ধ রাখে পুলিশ। এতে জনদুর্ভোগের সৃষ্টি হয়। ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন। দিবসটি স্মরণীয় করে রাখার পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করতে গত বছর প্রথম বৃহত্তম বাইসাইকেল র‌্যালির আয়োজন করে বরিশাল সিটি করপোরেশন। দ্বিতীয়বারের মতো এবারও বাইসাইকেল র‌্যালির আয়োজন করে সিটি করপোরেশন। র‌্যালি সফল করতে কয়েক দিন ধরে নানা প্রস্তুতি গ্রহণ করে বাস্তবায়ন কমিটি। গতকাল বিকাল ৪টা ১০ মিনিটে নগর ভবন চত্বর থেকে মেয়র সাদিক আবদুল্লাহর নেতৃত্বে বাইসাইকেল র‌্যালি শুরু হয়। বাইসাইকেল র‌্যালিটি বান্দ রোড, সিঅ্যান্ডবি রোড, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, বিএম কলেজ রোড, হাসপাতাল রোড এবং সদর রোড হয়ে বিকাল ৫টা ২০ মিনিটে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়। সোয়া ১ ঘণ্টাব্যাপী সাইকেল র‌্যালিটি ছিল অন্তত সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ। অংশগ্রহণকারীদের মাথায় ছিল লাল ও সবুজ ক্যাপ। বিভিন্ন সড়কমুখে এবং মোড়ে দাঁড়িয়ে র‌্যালি উপভোগ করেন হাজারো মানুষ। বিভিন্ন স্থানে ফুল এবং রং ছিটিয়ে র‌্যালি স্বাগত জানানো হয় বলে জানান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বাবু।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর