সাভারের আশুলিয়ায় আতিকুল ইসলাম আতিক (৫০) নামে এক গাড়িচালককে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে ওই ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার দিনগত গভীর রাতে জামগড়ার রূপায়ণ এলাকায় আতিককে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা লাশ একটি মাঠের মধ্যে রেখে পালিয়ে যায়। গতকাল সকালে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ গিয়ে লাশ মর্গে পাঠায়। হত্যাকান্ডের মোটিভ উদ্ধারে আশপাশের পোশাক কারখানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু হয়েছে। এ বিষয়ে আশুলিয়ার থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম বলেন, এ হত্যাকান্ডের তদন্ত করা হচ্ছে এবং আতিকের ব্যবহৃত মোবাইল ফোনের ক্লু ধরে অভিযুক্তদের ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চলছে।