কক্সবাজারে ১ লাখ ও চট্টগ্রামে ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে র?্যাব। এ সময় আলী জোহার নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়। আলী জোহার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ডব্লিউভিইউ-এর নুর সালামের ছেলে। শুক্রবার বিকালে কুতুপালং বাজারের উত্তর পাশে মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে মাদকগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর গণমাধ্যম ও আইন শাখার সহকারী পরিচালক শামসুল আলম খান প্রমুখ।
বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে আলী জোহারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় র?্যাবের অভিযান টের পেয়ে আলী জোহরের দুই সহযোগী পালিয়ে যায়। এই ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করে মাদক ও মাদক কারবারিকে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র?্যাব।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, ৩৫ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ জালাল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযানে চালিয়ে এ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, কক্সবাজার থেকে ইয়াবার চালান আসছে- এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে প্রাইভেট কারের তেলের ট্যাংকে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানে ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ ও এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।