রবিবার, ২৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

কালরাত্রি স্মরণ

সাংস্কৃতিক প্রতিবেদক

কালরাত্রি স্মরণ

৫৩তম গণহত্যা দিবস উপলক্ষে একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঘাতক দালাল নির্মূল কমিটি ৫৩টি মশালের আলোর মিছিল বের করে ছবি-জয়ীতা রায়

২৫ মার্চের বর্বরোচিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে ৫৩টি মোমবাতি প্রজ্বালন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। গত রাতের এ আয়োজনে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সংসদ সদস্য আরমা দত্ত, বঙ্গবন্ধু গবেষক অধ্যাপক মুনতাসীর মামুন, কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, প্রজন্ম একাত্তরের সাবেক সভাপতি সাইফুজ্জামান বাদশা। মোমবাতি প্রজ্বালনের এ অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন মুনীর চৌধুরীর ছেলে ও প্রজন্ম একাত্তরের সভাপতি আসিফ মুনীর তন্ময়।

এ ছাড়া রাত সাড়ে ১০টা থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত ২৫ মার্চের কালরাত্রি স্মরণে সারা দেশে এক মিনিট আলো বন্ধ রেখে প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হয়। তবে কেপিআই ও জরুরি স্থাপনাগুলো এ কর্মসূচির আওতামুক্ত ছিল।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর