বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

সন্‌জীদার জন্মদিনে জমকালো আয়োজন

সাংস্কৃতিক প্রতিবেদক

সন্‌জীদার জন্মদিনে জমকালো আয়োজন

রাজধানীর ছায়ানট সাংস্কৃতিক ভবনে গতকাল সন্‌জীদা খাতুনের জন্মদিনে নৃত্যানুষ্ঠান -বাংলাদেশ প্রতিদিন

নানা আয়োজনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ছায়ানট সভাপতি ড. সন্‌জীদা খাতুনের ৯১তম জন্মদিন উদ্‌যাপন করেছেন সংস্কৃতিকর্মীরা। গতকাল ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজন সাজানো ছিল কথামালা, নাচ, গান ও আবৃত্তি দিয়ে। ‘এসো এসো হে তৃষ্ণার জল, কলকল্ ছলছল্-ভেদ কর কঠিনের ক্রুর বক্ষতল কলকল্ ছলছল’ রবীন্দ্রনাথের এ গানের মধ্য দিয়েই শুরু হয় আয়োজন। খালি গলায় গানটি পরিবেশন করেন ছায়ানট সভাপতি ড. সন্‌জীদা খাতুন। সনজীদা খাতুন বলেন, ‘এভাবে আমার জীবনের নব্বইটি বছর পার হয়ে গেল। আজ ভাবতে বসেছি, [চেয়েছিলাম আর বাস্তবে কী হয়েছে। ছেলেবেলায় ইজিচেয়ারের বাতিল হয়ে যাওয়া কাপড় বিছিয়ে নানির দেখাদেখি নামাজের ভঙ্গি করতাম। আর কিছুই জানা ছিল না বলে মুখে আল্লাহ আল্লাহ বলতে থাকতাম। মোনাজাতে অনেক কিছু চাইতাম আল্লাহর কাছে। কিছুদিন পরই মনে ধিক্কার এলো নিজের জন্য এটাওটা চাইব কেন? ব্যক্তিগত আকাক্সক্ষা ছেড়ে অন্য সবার মঙ্গল কামনায় মোনাজাত করতে আরম্ভ করলাম। সেই থেকেই সবার ভালো চাইবার দিকে মন গেল।’

তিনি আরও বলেন, ‘২০০১ অর্থাৎ ১৪০৮ সালের পয়লা বৈশাখে রমনার বটমূলে বোমা হামলার পর সাংস্কৃতিক কার্যক্রমের সুফল নিয়ে আমাদের আত্মসন্তোষ বিরাট ধাক্কা খেল। বোঝা গেল পূর্ণাঙ্গ মানুষ গড়ে তুলবার উপযোগী শিক্ষার অভাব অতি প্রকট। তখন আঁকা-গড়া, নাচ-গান, আবৃত্তি-অভিনয়ের আনন্দময় শিক্ষার মধ্য দিয়ে সম্পূর্ণ মানুষ তৈরি করবার নতুন আন্দোলন দানা বাঁধে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী। ‘ভয় হতে তব অভয় মাঝে/নূতন জনম দাও হে’ গানের সঙ্গে ছিল নৃত্য পরিবেশনা। ‘আনন্দ লোকে মঙ্গলালোকে’ গানের সঙ্গে প্রদীপ প্রজ্বালন করেন নাচের শিল্পীরা।

এতে একক সংগীত পরিবেশন করেন অভিজিৎ কন্ডু, ফাহমিদা খাতুন, ইফফাত আরা দেওয়ান, লাইসা আহমদ লিসা, চন্দনা মজুমদার, ফারহানা আক্তার শ্যার্লি, সুমন মজুমদার। আবৃত্তিতে অংশ নেন জহিরুল হক খান। সম্মেলক গান ও নৃত্য পরিবেশন করেন ছায়ানটের শিক্ষার্থীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর