মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

উড়ালসড়কের খুঁটিতে দৃষ্টিনন্দন গ্রাফিতি

নিজস্ব প্রতিবেদক

উড়ালসড়কের খুঁটিতে দৃষ্টিনন্দন গ্রাফিতি

মগবাজার উড়ালসড়কের খুঁটিতে গতকাল এ দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম -বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর উড়ালসড়কগুলোর খুঁটিতে দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল মগবাজার উড়ালসড়কের খুঁটিতে এ দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। এ গ্রাফিতি আর্ট যত্রতত্র পোস্টার বন্ধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে বলে মনে করেন মেয়র। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে মেয়র আতিকুল ইসলাম চিত্রশিল্পীদের অনুপ্রেরণা দিতে নিজেই রং-তুলির আঁচড়ে গ্রাফিতি কার্যক্রম শুরু করেন। উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডিএনসিসি মেয়র বলেন, এ দেশ, এ শহর আমাদের। অথচ যত্রতত্র পোস্টার লাগিয়ে আমরা নিজেরাই এ শহরে দৃশ্য দূষণ করছি। আমরাই শব্দদূষণ করছি, বায়ুদূষণ করছি। শহরের দূষণ বন্ধে আমাদের নিজেদের ঠিক হতে হবে, সচেতন হতে হবে। শুধু সরকার, সিটি করপোরেশন দায়িত্ব নিলে হবে না। সবাই দায়িত্ব নিতে হবে। মেয়র আতিকুল ইসলাম বলেন, পিলারগুলোতে চিত্রকর্মের মাধ্যমে শিক্ষণীয় মেসেজ দেওয়া হবে। যেমন ‘হর্ন বাজাবেন না, পোস্টার না লাগাই, গাছ লাগাই পরিবেশ বাঁচাই, তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন, আসুন দেশকে ভালোবাসি।’ প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন রিকশায় যারা পেইন্টিং কাজ করতেন তাদের যেন সম্পৃক্ত করি। তাই রিকশা পেইন্টিংয়ের সঙ্গে সম্পৃক্ত বিখ্যাত চিত্রশিল্পীদের এ গ্রাফিতি কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। মগবাজার ফ্লাইওভারে শুরু করেছি। পর্যায়ক্রমে বাকি ফ্লাইওভার ও মেট্রোরেলের পিলারেও গ্রাফিতি করা হবে। এ সময় ফ্লাইওভারের পিলারের সৌন্দর্য রক্ষায় সিসি ক্যামেরা লাগানোর ঘোষণাও দেন তিনি। অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেম, ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোক্তার সরদার, ৮ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর মিতু আক্তার, ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর নাজমুন নাহার হেলেন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর