শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষকদের নজরদারির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের ফেসবুকসহ সামাজিক বিভিন্ন যোগাযোগমাধ্যম নজরদারির উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। অধিদফতরের আটজন কর্মকর্তাকে নিয়ে এ সংক্রান্ত কমিটিও করা হয়েছে। এ কমিটি শিক্ষকদের পোস্ট করা বিভিন্ন আপত্তিকর বিষয় চিহ্নিত করে প্রতি মাসে মহাপরিচালকের কাছে প্রতিবেদন আকারে জমা দেবেন। এরপর চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ মামুনুল আলম গত ৯ এপ্রিল এ সংক্রান্ত কমিটি গঠন করেন। কমিটিকে প্রাথমিক শিক্ষকদের নিয়মিত স্যোশাল মিডিয়ার তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন করতে বলা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে অধিদফতরের প্রশাসন শাখার সহকারী পরিচালক আবদুল আলীমকে। সদস্য সচিব করা হয়েছে সাধারণ প্রশাসন শাখার গবেষণা কর্মকর্তা কানিজ ফাতেমাকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর