খুলনার পথেরবাজারে সাউথ এশিয়ান প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানায় চাঁদা আনতে গিয়ে গ্রেফতার হয়েছে মশিয়ালীর ট্রিপল হত্যা মামলার অন্যতম আসামি জাফরিন শেখ (৩৬)। গতকাল তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার রাত ১১টার দিকে ওই কারখানার শ্রমিক ও এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে। জাফরিন খানজাহান আলী থানাধীন হাসান শেখের ছেলে। এ ঘটনায় জাফরিন ও তার ভাই জাকারিয়াসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা করেছেন কারখানার কো-অর্ডিনেটর মির্জা সোহেল ফরাজি। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন খান বলেন, কয়েক দিন কারখানায় গিয়ে ম্যানেজারের কাছে চাঁদা দাবি করা হচ্ছিল। সামনে ঈদকে কেন্দ্র করে রবিবার রাতে জাফরিন কারখানায় গিয়ে আবারও ম্যানেজারের কাছে চাঁদা দাবি করে। এরপর কারখানার শ্রমিক ও এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।