বুধবার, ৩ মে, ২০২৩ ০০:০০ টা

এক দিন পর উত্থান শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

এক দিন পতনের পর শেয়ারবাজারে উত্থান হয়েছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। ঈদের আগে ও পরে মিলে টানা নয় কার্যদিবস সূচক বাড়ার পর রবিবার (৩০ এপ্রিল) শেয়ারবাজারে কিছুটা মূল্য সংশোধন হয়। গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইতে ৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ৫০টির এবং ২০১টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকায় থাকা তিনটি প্রতিষ্ঠানের শেয়ার দাম দিনের সর্বোচ্চ পরিমাণ বেড়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭০ পয়েন্টে অবস্থান করছে। মূল্যসূচকের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৮৫১ কোটি ৬৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬৯৩ কোটি ১৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১৫৮ কোটি ৫৪ লাখ টাকা। টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। কোম্পানিটির ৫০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের ৩৫ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে।

৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইউনিক হোটেল। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৯টির দাম বেড়েছে। দাম কমেছে ৩৬টির এবং ৮৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৭ কোটি ৯৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬ কোটি ৬১ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর