বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ০০:০০ টা

ছাত্রদলের ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, আটজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সরকারি কাজে বাধা দান, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি ও সরকারবিরোধী উসকানিমূলক কর্মকান্ডের অভিযোগে সিলেটে ছাত্রদলের প্রায় ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার কোতোয়ালি থানার হজরত শাহজালাল (রহ.) তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কাজী জামাল উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় আটক ছাত্রদলের আট নেতা-কর্মীকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে যাওয়া নেতা-কর্মীরা হলেন- আবুল হোসেন, রাজু আহমদ, আবদুস সালাম টিপু, জুনায়েদ হোসেইন, কামরুল হাসান, পারভেজ খান জুয়েল, সাইফুল ইসলাম সোহাগ এবং মো. হাফিজুর। খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে গত মঙ্গলবার বিকালে নগরীর রিকাবীবাজার থেকে মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল। মিছিলটি চৌহাট্টা এলাকায় আসার পর পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং আটজনকে আটক করে। মামলায় অভিযোগ করা হয়, ছাত্রদল নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি, সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করতে চাইলে তারা উত্তেজিত হয়ে সরকারি কাজে বাধা দেয় ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে ঘটনাস্থল থেকে আটজনকে আটক ও আলামত হিসেবে ১৮টি বাঁশের লাঠি ও ১৫টি ইটের টুকরো জব্দ করা হয়। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, এ ঘটনায় এসআই কাজী জামাল উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটককৃতদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল আদালতে সোপর্দ করা হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর