সোমবার, ৮ মে, ২০২৩ ০০:০০ টা

ফের গ্যাস সংকটে বন্ধ সার কারখানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চালু হওয়ার এক মাস পর আবারও গ্যাস সংকটের কারণে বন্ধ করতে হয়েছে রাষ্ট্রীয় সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। শুক্রবার থেকে উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন গুনতে হচ্ছে ৩ কোটি টাকার বেশি লোকসান। এর আগে গত ২৭ মার্চ গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে যায় কারখানাটি। পরে ৫ এপ্রিল চালু করা হয়েছিল। সিইউএফএল সূত্র জানায়, কারখানাটি চালু থাকলে দৈনিক ১ লাখ মেট্রিক টন অ্যামোনিয়া ও ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম হয়। বর্তমানে কারখানায় গ্যাস সংকটসহ বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন কমেছে। বছরে প্রায় সাড়ে তিন লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হচ্ছে।  গত এক মাসের প্রচেষ্টায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে সিইউএফএল কারখানার কনভার্টার ক্যাটালিস্ট পরিবর্তন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর