চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়েছে হজযাত্রী পরিবহন। গতকাল ভোরে ৪১৯ যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি ডেডিকেটেড ফ্লাইট মদিনার উদ্দেশে উড্ডয়ন করেছে চট্টগ্রাম থেকে। এটিই ছিল চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইট। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ বলেন, চলতি মৌসুমের প্রথম ফ্লাইট মদিনার উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে গেছে। এবার হজে চট্টগ্রাম থেকে ২২টি ডেটিকেটেড ফ্লাইট যাবে মদিনা ও জেদ্দায়। যার মধ্যে মদিনায় যাবে ছয়টি। জেদ্দায় ১৬টি। এ ফ্লাইটগুলোর মাধ্যমে ১০ হাজার হজযাত্রী পরিবহন করা হবে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) টি এম শাহীনুল ইসলাম বলেন, ‘হজযাত্রীদের দ্রুত ইমিগ্রেশন শেষ করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতি হজযাত্রী যাতে এক থেকে দেড় মিনিটের মধ্যে ইমিগ্রেশনের সব প্রক্রিয়া শেষ করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল প্রথম ফ্লাইটের যাত্রীরা দ্রুত সময়ের মধ্যে ইমিগ্রেশন সম্পন্ন করেন। ভবিষ্যৎ ফ্লাইটগুলোতেও আমরা এ ধারা অব্যাহত রাখতে চাই।’