সোমবার, ২৯ মে, ২০২৩ ০০:০০ টা

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ডাকাতি ১৪ লাখ টাকা লুট!

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কোচাশহর শাখায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে! ডাকাতরা নৈশপ্রহরীকে বেঁধে রেখে ১৪ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। ব্যাংকটির শাখা ম্যানেজার জেসমিন আকতার বলেন, ‘ডাকাত দল সুকৌশলে ব্যাংকের গেটের তালা খুলে ভিতরে ঢোকে। পরে নৈশপ্রহরী জুয়েল মিয়াকে বেঁধে ভোল্টের তালা খুলে  ১৪ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়।’ তিনি বলেন, ‘বৃহস্পতিবার ব্যাংকের কাজ শেষে ভোল্ট বন্ধ করে আমি বাড়ি যাই। গতকাল সকালে ব্যাংকে এসে নৈশপ্রহরীর কাছ থেকে ঘটনা জানতে পেরে পুলিশে খবর দিই।’

এদিকে গতকাল সন্ধ্যা ৭টায় ব্যাংক ডাকাতির বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দীন বলেন, ‘ব্যাংকের কোথাও তালা ভাঙার আলামত পাওয়া যায়নি। ব্যাংকের সব তালা স্বাভাবিকভাবে খুলেই দুর্বৃত্তরা ব্যাংকে ঢুকে ভোল্ট থেকে টাকা নিয়ে গেছে।’

কত টাকা নিয়ে গেছে এবং কারা এ কাজ করেছে এই প্রশ্নের উত্তরে ওসি বলেন, এখনো টাকার পরিমাণ জানা যায়নি। তবে বিষয়টি রহস্যজনক। পুলিশ তদন্ত শুরু করেছে। পরে বিস্তারিত জানানো হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর