ভারত থেকে কাঁচা মরিচ আমদানির খবরে কিছুটা দাম কমলেও স্বাভাবিক হয়নি বন্দর নগরী চট্টগ্রামে। এখনো ৩০০ টাকার ঘরে ঘুরছে প্রতি কেজি কাঁচা মরিচের দাম। ফলে সিন্ডিকেট ব্যবসায়ীদের কবলে পড়ে বাড়তি দামে কিনতে হচ্ছে সাধারণ ভোক্তাকে। তবে অন্যান্য সবজির বাজার স্থিতিশীল রয়েছে। নগরের কাজীর দেউড়ি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানে কাঁচা মরিচ কেজি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৪০০ টাকা কেজিতে। ২৫০ গ্রাম কাঁচা মরিচ নিলেই গুনতে হচ্ছে ৮০ টাকা। আগে যেখানে ৮০ টাকায় ১ কেজি কাঁচা মরিচ মিলত। ব্যবসায়ীরা বলছেন, কাঁচা মরিচ বাড়তি দামে কিনতে হচ্ছে। আমরা কিছুটা লাভ করেই বিক্রি করছি। ব্যবসা করছি মুনাফার জন্য, লোকসান দিয়ে তো আর ব্যবসা করা যাবে না। কিছুটা কষ্ট হলেও মানুষ কাঁচা মরিচ কিনছে। দেশি মুরগি কেজি ৫৮০-৬০০ টাকা, ব্রয়লার ১৯০-২০০ টাকা ও সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকা দরে। আশপাশে কয়েকটি দোকানে ঘুরে মিলল একই চিত্র দামে। এ ছাড়াও ব্রয়লার মুরগির ডিম ডজন ১৪০ ও দেশি মুরগির ডিম ২১০ টাকা ও হাঁসের ডিম ২০০ টাকায় বিক্রি হচ্ছে। মুরগি ব্যবসায়ী আবদুল হাকিম বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মুরগির দাম বেড়েছে। কেন কী কারণে বাড়ছে জানি না। তবে আমরা যে দামে কিনি তার থেকে ৫-১০ টাকা লাভে বিক্রি করছি। কাঁচা বাজার ঘুরে দেখা যায়, পেঁপে ৬০, মিষ্টিকুমড়া ৪০, বেগুন ৭০, কাঁকরোল ৫০, টমেটো ১৪০, পটল ৫০, বরবটি ৮০, ঢেঁড়স ৭০ ও শসা ৪০-৫০ টাকা করে বিক্রি হচ্ছে। ব্যবসায়ী রিপন বলেন, বাজেটের পর দাম বাড়বে মনে করছি, কিন্তু দাম এখনো স্বাভাবিক আছে। আমরা যে দামে কিনছি, সামান্য লাভে বিক্রি করছি। বাজেটের পর তেমন দাম বাড়েনি।
শিরোনাম
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
৩০০ টাকা কেজি কাঁচা মরিচ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর