ভারত থেকে কাঁচা মরিচ আমদানির খবরে কিছুটা দাম কমলেও স্বাভাবিক হয়নি বন্দর নগরী চট্টগ্রামে। এখনো ৩০০ টাকার ঘরে ঘুরছে প্রতি কেজি কাঁচা মরিচের দাম। ফলে সিন্ডিকেট ব্যবসায়ীদের কবলে পড়ে বাড়তি দামে কিনতে হচ্ছে সাধারণ ভোক্তাকে। তবে অন্যান্য সবজির বাজার স্থিতিশীল রয়েছে। নগরের কাজীর দেউড়ি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানে কাঁচা মরিচ কেজি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৪০০ টাকা কেজিতে। ২৫০ গ্রাম কাঁচা মরিচ নিলেই গুনতে হচ্ছে ৮০ টাকা। আগে যেখানে ৮০ টাকায় ১ কেজি কাঁচা মরিচ মিলত। ব্যবসায়ীরা বলছেন, কাঁচা মরিচ বাড়তি দামে কিনতে হচ্ছে। আমরা কিছুটা লাভ করেই বিক্রি করছি। ব্যবসা করছি মুনাফার জন্য, লোকসান দিয়ে তো আর ব্যবসা করা যাবে না। কিছুটা কষ্ট হলেও মানুষ কাঁচা মরিচ কিনছে। দেশি মুরগি কেজি ৫৮০-৬০০ টাকা, ব্রয়লার ১৯০-২০০ টাকা ও সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকা দরে। আশপাশে কয়েকটি দোকানে ঘুরে মিলল একই চিত্র দামে। এ ছাড়াও ব্রয়লার মুরগির ডিম ডজন ১৪০ ও দেশি মুরগির ডিম ২১০ টাকা ও হাঁসের ডিম ২০০ টাকায় বিক্রি হচ্ছে। মুরগি ব্যবসায়ী আবদুল হাকিম বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মুরগির দাম বেড়েছে। কেন কী কারণে বাড়ছে জানি না। তবে আমরা যে দামে কিনি তার থেকে ৫-১০ টাকা লাভে বিক্রি করছি। কাঁচা বাজার ঘুরে দেখা যায়, পেঁপে ৬০, মিষ্টিকুমড়া ৪০, বেগুন ৭০, কাঁকরোল ৫০, টমেটো ১৪০, পটল ৫০, বরবটি ৮০, ঢেঁড়স ৭০ ও শসা ৪০-৫০ টাকা করে বিক্রি হচ্ছে। ব্যবসায়ী রিপন বলেন, বাজেটের পর দাম বাড়বে মনে করছি, কিন্তু দাম এখনো স্বাভাবিক আছে। আমরা যে দামে কিনছি, সামান্য লাভে বিক্রি করছি। বাজেটের পর তেমন দাম বাড়েনি।
শিরোনাম
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
- অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে : পরিকল্পনা উপদেষ্টা
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
- গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান
- পরের রাউন্ডে ভালো খেলবে বাংলাদেশ : নান্নু
- বাংলাদেশে ফ্রান্স ভিসাসেবা চালু ভিএফএস গ্লোবালের
- বাংলাদেশকে গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে যোগদানের আমন্ত্রণ চীনের
- অ্যাডিশনাল ডিআইজি জালাল উদ্দিন আহমেদের মৃত্যু
- খানসামায় ৬৮ কেজি গাঁজাসহ আটক ১
- হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
৩০০ টাকা কেজি কাঁচা মরিচ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর