ভারত থেকে কাঁচা মরিচ আমদানির খবরে কিছুটা দাম কমলেও স্বাভাবিক হয়নি বন্দর নগরী চট্টগ্রামে। এখনো ৩০০ টাকার ঘরে ঘুরছে প্রতি কেজি কাঁচা মরিচের দাম। ফলে সিন্ডিকেট ব্যবসায়ীদের কবলে পড়ে বাড়তি দামে কিনতে হচ্ছে সাধারণ ভোক্তাকে। তবে অন্যান্য সবজির বাজার স্থিতিশীল রয়েছে। নগরের কাজীর দেউড়ি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানে কাঁচা মরিচ কেজি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৪০০ টাকা কেজিতে। ২৫০ গ্রাম কাঁচা মরিচ নিলেই গুনতে হচ্ছে ৮০ টাকা। আগে যেখানে ৮০ টাকায় ১ কেজি কাঁচা মরিচ মিলত। ব্যবসায়ীরা বলছেন, কাঁচা মরিচ বাড়তি দামে কিনতে হচ্ছে। আমরা কিছুটা লাভ করেই বিক্রি করছি। ব্যবসা করছি মুনাফার জন্য, লোকসান দিয়ে তো আর ব্যবসা করা যাবে না। কিছুটা কষ্ট হলেও মানুষ কাঁচা মরিচ কিনছে। দেশি মুরগি কেজি ৫৮০-৬০০ টাকা, ব্রয়লার ১৯০-২০০ টাকা ও সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকা দরে। আশপাশে কয়েকটি দোকানে ঘুরে মিলল একই চিত্র দামে। এ ছাড়াও ব্রয়লার মুরগির ডিম ডজন ১৪০ ও দেশি মুরগির ডিম ২১০ টাকা ও হাঁসের ডিম ২০০ টাকায় বিক্রি হচ্ছে। মুরগি ব্যবসায়ী আবদুল হাকিম বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মুরগির দাম বেড়েছে। কেন কী কারণে বাড়ছে জানি না। তবে আমরা যে দামে কিনি তার থেকে ৫-১০ টাকা লাভে বিক্রি করছি। কাঁচা বাজার ঘুরে দেখা যায়, পেঁপে ৬০, মিষ্টিকুমড়া ৪০, বেগুন ৭০, কাঁকরোল ৫০, টমেটো ১৪০, পটল ৫০, বরবটি ৮০, ঢেঁড়স ৭০ ও শসা ৪০-৫০ টাকা করে বিক্রি হচ্ছে। ব্যবসায়ী রিপন বলেন, বাজেটের পর দাম বাড়বে মনে করছি, কিন্তু দাম এখনো স্বাভাবিক আছে। আমরা যে দামে কিনছি, সামান্য লাভে বিক্রি করছি। বাজেটের পর তেমন দাম বাড়েনি।
শিরোনাম
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করলো ডেইলি মেইল
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
৩০০ টাকা কেজি কাঁচা মরিচ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর