ভারত থেকে কাঁচা মরিচ আমদানির খবরে কিছুটা দাম কমলেও স্বাভাবিক হয়নি বন্দর নগরী চট্টগ্রামে। এখনো ৩০০ টাকার ঘরে ঘুরছে প্রতি কেজি কাঁচা মরিচের দাম। ফলে সিন্ডিকেট ব্যবসায়ীদের কবলে পড়ে বাড়তি দামে কিনতে হচ্ছে সাধারণ ভোক্তাকে। তবে অন্যান্য সবজির বাজার স্থিতিশীল রয়েছে। নগরের কাজীর দেউড়ি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানে কাঁচা মরিচ কেজি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৪০০ টাকা কেজিতে। ২৫০ গ্রাম কাঁচা মরিচ নিলেই গুনতে হচ্ছে ৮০ টাকা। আগে যেখানে ৮০ টাকায় ১ কেজি কাঁচা মরিচ মিলত। ব্যবসায়ীরা বলছেন, কাঁচা মরিচ বাড়তি দামে কিনতে হচ্ছে। আমরা কিছুটা লাভ করেই বিক্রি করছি। ব্যবসা করছি মুনাফার জন্য, লোকসান দিয়ে তো আর ব্যবসা করা যাবে না। কিছুটা কষ্ট হলেও মানুষ কাঁচা মরিচ কিনছে। দেশি মুরগি কেজি ৫৮০-৬০০ টাকা, ব্রয়লার ১৯০-২০০ টাকা ও সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকা দরে। আশপাশে কয়েকটি দোকানে ঘুরে মিলল একই চিত্র দামে। এ ছাড়াও ব্রয়লার মুরগির ডিম ডজন ১৪০ ও দেশি মুরগির ডিম ২১০ টাকা ও হাঁসের ডিম ২০০ টাকায় বিক্রি হচ্ছে। মুরগি ব্যবসায়ী আবদুল হাকিম বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মুরগির দাম বেড়েছে। কেন কী কারণে বাড়ছে জানি না। তবে আমরা যে দামে কিনি তার থেকে ৫-১০ টাকা লাভে বিক্রি করছি। কাঁচা বাজার ঘুরে দেখা যায়, পেঁপে ৬০, মিষ্টিকুমড়া ৪০, বেগুন ৭০, কাঁকরোল ৫০, টমেটো ১৪০, পটল ৫০, বরবটি ৮০, ঢেঁড়স ৭০ ও শসা ৪০-৫০ টাকা করে বিক্রি হচ্ছে। ব্যবসায়ী রিপন বলেন, বাজেটের পর দাম বাড়বে মনে করছি, কিন্তু দাম এখনো স্বাভাবিক আছে। আমরা যে দামে কিনছি, সামান্য লাভে বিক্রি করছি। বাজেটের পর তেমন দাম বাড়েনি।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
৩০০ টাকা কেজি কাঁচা মরিচ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর