ভারত থেকে কাঁচা মরিচ আমদানির খবরে কিছুটা দাম কমলেও স্বাভাবিক হয়নি বন্দর নগরী চট্টগ্রামে। এখনো ৩০০ টাকার ঘরে ঘুরছে প্রতি কেজি কাঁচা মরিচের দাম। ফলে সিন্ডিকেট ব্যবসায়ীদের কবলে পড়ে বাড়তি দামে কিনতে হচ্ছে সাধারণ ভোক্তাকে। তবে অন্যান্য সবজির বাজার স্থিতিশীল রয়েছে। নগরের কাজীর দেউড়ি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানে কাঁচা মরিচ কেজি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৪০০ টাকা কেজিতে। ২৫০ গ্রাম কাঁচা মরিচ নিলেই গুনতে হচ্ছে ৮০ টাকা। আগে যেখানে ৮০ টাকায় ১ কেজি কাঁচা মরিচ মিলত। ব্যবসায়ীরা বলছেন, কাঁচা মরিচ বাড়তি দামে কিনতে হচ্ছে। আমরা কিছুটা লাভ করেই বিক্রি করছি। ব্যবসা করছি মুনাফার জন্য, লোকসান দিয়ে তো আর ব্যবসা করা যাবে না। কিছুটা কষ্ট হলেও মানুষ কাঁচা মরিচ কিনছে। দেশি মুরগি কেজি ৫৮০-৬০০ টাকা, ব্রয়লার ১৯০-২০০ টাকা ও সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকা দরে। আশপাশে কয়েকটি দোকানে ঘুরে মিলল একই চিত্র দামে। এ ছাড়াও ব্রয়লার মুরগির ডিম ডজন ১৪০ ও দেশি মুরগির ডিম ২১০ টাকা ও হাঁসের ডিম ২০০ টাকায় বিক্রি হচ্ছে। মুরগি ব্যবসায়ী আবদুল হাকিম বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মুরগির দাম বেড়েছে। কেন কী কারণে বাড়ছে জানি না। তবে আমরা যে দামে কিনি তার থেকে ৫-১০ টাকা লাভে বিক্রি করছি। কাঁচা বাজার ঘুরে দেখা যায়, পেঁপে ৬০, মিষ্টিকুমড়া ৪০, বেগুন ৭০, কাঁকরোল ৫০, টমেটো ১৪০, পটল ৫০, বরবটি ৮০, ঢেঁড়স ৭০ ও শসা ৪০-৫০ টাকা করে বিক্রি হচ্ছে। ব্যবসায়ী রিপন বলেন, বাজেটের পর দাম বাড়বে মনে করছি, কিন্তু দাম এখনো স্বাভাবিক আছে। আমরা যে দামে কিনছি, সামান্য লাভে বিক্রি করছি। বাজেটের পর তেমন দাম বাড়েনি।
শিরোনাম
- ‘জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি’
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও এক আসামি গ্রেফতার
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
৩০০ টাকা কেজি কাঁচা মরিচ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর