রাজধানীর খিলগাঁও এলাকায় পারিবারিক কলহে মো. নাছির (৩৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের ফাঁসিতে ঝুলে আত্মহত্যার খবর পাওয়া গেছে। গতকাল দুপুরে খিলগাঁও এলাকার সিপাহীবাগের একটি বাসায় এ ঘটনা ঘটে।
মৃতের শ্যালক সাব্বির সরদার জানান, দুপুরে সিপাহীবাগের বাসায় সবার অগোচরে রুমের দরজা বন্ধ করে সিলিং-এর বাঁশের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন নাছির। তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে সেখান থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠায়।