মহান স্বাধীনতাযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা কিলোফ্লাইটের অকুতোভয় বৈমানিক, জাতির কৃতী সন্তান স্কোয়াড্রন লিডার বদরুল আলম বীর উত্তম (অব.) গতকাল দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আইএসপিআর জানায়, অকুতোভয় এই বীর মুক্তিযোদ্ধা কিলোফ্লাইটের বৈমানিক হিসেবে সরাসরি আকাশযুদ্ধে অংশ নিয়ে মুক্তিযুদ্ধের বিজয় ত্বরান্বিত করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তৎকালীন ফ্লাইং অফিসার বদরুল আলমকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা হয় এবং পরে তাঁকে ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী নাদিরা আলম, এক কন্যা, এক পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।