সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনকারীরা রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন। গতকাল বিকাল পৌনে ৫টার দিকে নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা। অবরোধকে কেন্দ্র করে আশপাশে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।
অবরোধের কারণে নীলক্ষেত মোড়ের চারপাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে আশপাশের সড়কগুলোয় ব্যাপক যানজট তৈরি হয়েছে। এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আয়োজনে এক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে গণভবন অভিমুখে পদযাত্রার কথা থাকলেও তারা নীলক্ষেত মোড় অবরোধ করেন। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোহাম্মদ রাসেল বলেন, লাগাতার কর্মসূচি অংশ হিসেবে আমরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছি। আমাদের দাবি বাস্তবায়ন হলেই আমরা এখান থেকে চলে যাব। আমরা আশ্বাস নয়, দাবি বাস্তবায়ন চাই। দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। ৩৫ প্রত্যাশীদের দাবিগুলো হলো- চাকরির আবেদনের বয়সসীমা ৩৫ বছর, অবসরের বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বঙ্গবন্ধুর নামে ল’ কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপন।