মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের সামগ্রিক অগ্রগতিতে বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছেন সম্মিলিত নাগরিক সমাজের নেতারা। তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে কোনো কোনো পরাশক্তি বাংলাদেশের রাজনীতিতে যে ধরনের উন্মুক্ত খেলায় মেতে উঠেছে, তা স্বাধীন জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক। যে কোনো মূল্যে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তির তৎপরতার বিরুদ্ধে কাজ করতে হবে। গতকাল বিকালে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বৈদেশিক হস্তক্ষেপ’ শীর্ষক আলোচনায় বক্তারা এ কথা বলেন। সম্মিলিত নাগরিক সমাজের সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ম. হামিদ। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) সভাপতি এ কে এম এ হামিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুন্সী ফয়েজ আহমদ, নওয়াজেশ আলী খান, জাহাঙ্গীর আলম খান, তৌফিক আহম্মদ চৌধুরী, ইকতিয়ার চৌধুরী, কাশেম হুমায়ুন, ইদরীস আলী, প্রফেসর ড. মাহবুব আলী, ড. নিলুফার বানু, বিশ্বজিৎ ভট্টাচার্য এনডিসি প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধিতা করেছে। পরবর্তীতে বঙ্গবন্ধুর সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য ’৭৪-এর দুর্ভিক্ষ সৃষ্টি ও বঙ্গবন্ধুর সরকারকে নানাভাবে বিপদাপন্ন করেছে। সেই ধারাবাহিকতায় বর্তমানেও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিরুদ্ধে নানান অপতৎপরতা অব্যাহত রেখেছে। জেনেভা কনভেনশনের রীতিনীতি উপেক্ষা করে কয়েকজন বিদেশি রাষ্ট্রদূত যে ধরনের কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত ভূমিকা রাখছেন, সেখানে গণতন্ত্র ও মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে। তারা একদিকে মানবতা ও গণতন্ত্রের ফেরি করে বেড়াচ্ছেন, অন্যদিকে গাজায় নিরীহ মানুষ হত্যায় ইসরায়েলকে নির্লজ্জ সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন। বিজ্ঞপ্তি
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল