মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের সামগ্রিক অগ্রগতিতে বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছেন সম্মিলিত নাগরিক সমাজের নেতারা। তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে কোনো কোনো পরাশক্তি বাংলাদেশের রাজনীতিতে যে ধরনের উন্মুক্ত খেলায় মেতে উঠেছে, তা স্বাধীন জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক। যে কোনো মূল্যে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তির তৎপরতার বিরুদ্ধে কাজ করতে হবে। গতকাল বিকালে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বৈদেশিক হস্তক্ষেপ’ শীর্ষক আলোচনায় বক্তারা এ কথা বলেন। সম্মিলিত নাগরিক সমাজের সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ম. হামিদ। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) সভাপতি এ কে এম এ হামিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুন্সী ফয়েজ আহমদ, নওয়াজেশ আলী খান, জাহাঙ্গীর আলম খান, তৌফিক আহম্মদ চৌধুরী, ইকতিয়ার চৌধুরী, কাশেম হুমায়ুন, ইদরীস আলী, প্রফেসর ড. মাহবুব আলী, ড. নিলুফার বানু, বিশ্বজিৎ ভট্টাচার্য এনডিসি প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধিতা করেছে। পরবর্তীতে বঙ্গবন্ধুর সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য ’৭৪-এর দুর্ভিক্ষ সৃষ্টি ও বঙ্গবন্ধুর সরকারকে নানাভাবে বিপদাপন্ন করেছে। সেই ধারাবাহিকতায় বর্তমানেও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিরুদ্ধে নানান অপতৎপরতা অব্যাহত রেখেছে। জেনেভা কনভেনশনের রীতিনীতি উপেক্ষা করে কয়েকজন বিদেশি রাষ্ট্রদূত যে ধরনের কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত ভূমিকা রাখছেন, সেখানে গণতন্ত্র ও মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে। তারা একদিকে মানবতা ও গণতন্ত্রের ফেরি করে বেড়াচ্ছেন, অন্যদিকে গাজায় নিরীহ মানুষ হত্যায় ইসরায়েলকে নির্লজ্জ সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন। বিজ্ঞপ্তি
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা