সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে ১৪১ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার বিবৃতির বিরুদ্ধে পাল্টা বিবৃতি দিয়েছেন ৩৯৫ জন বিশিষ্ট নাগরিক। গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন বিধিসম্মতভাবে তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল নিবন্ধিত সব রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য ও উন্মুক্ত। একে একতরফা বলার কোনো সুযোগ নেই। বিবৃতিতে আরও বলা হয়, ১৪১ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার বিবৃতিটি উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন সব স্টেকহোল্ডারের সঙ্গে একাধিকবার আলোচনা করেছে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়ের জন্য একাধিকবার আমন্ত্রণ জানিয়েছে। কমিশনের আহ্বানে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও বিএনপি ও সমমনা দলগুলো এতে সাড়া না দিয়ে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ করেছে। এখন অবসরপ্রাপ্ত কিছু সরকারি কর্মকর্তা সংবিধানসম্মত তফসিলকে একতরফা আখ্যায়িত করে তা বাতিলের সুপারিশ করছেন। তাদের তফসিল বাতিলের এই প্রয়াস দেশকে সাংবিধানিক শূন্যতার দিকে ঠেলে দেওয়ার নামান্তর। বিবৃতিতে স্বাক্ষরকারী উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন- জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি কাজী রিয়াজুল হক, সাবেক গভর্নর ড. আতিউর রহমান, সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা, সাবেক আইজিপি ও রাষ্ট্রদূত ড. হাসান মাহমুদ খন্দকার, সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও মো. আবুল কালাম আজাদ, দুদকের সাবেক চেয়ারম্যান ড. ইকবাল মাহমুদ, সাবেক সচিব পবন চৌধুরী, অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কনক কান্তি বড়ুয়া, অবসরপ্রাপ্ত লে. জেনারেল মোল্লা ফজলে আকবর প্রমুখ।
শিরোনাম
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
৩৯৫ বিশিষ্ট নাগরিকের বিবৃতি
ইসির তফসিল একতরফা বলার অবকাশ নেই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর