সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে ১৪১ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার বিবৃতির বিরুদ্ধে পাল্টা বিবৃতি দিয়েছেন ৩৯৫ জন বিশিষ্ট নাগরিক। গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন বিধিসম্মতভাবে তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল নিবন্ধিত সব রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য ও উন্মুক্ত। একে একতরফা বলার কোনো সুযোগ নেই। বিবৃতিতে আরও বলা হয়, ১৪১ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার বিবৃতিটি উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন সব স্টেকহোল্ডারের সঙ্গে একাধিকবার আলোচনা করেছে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়ের জন্য একাধিকবার আমন্ত্রণ জানিয়েছে। কমিশনের আহ্বানে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও বিএনপি ও সমমনা দলগুলো এতে সাড়া না দিয়ে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ করেছে। এখন অবসরপ্রাপ্ত কিছু সরকারি কর্মকর্তা সংবিধানসম্মত তফসিলকে একতরফা আখ্যায়িত করে তা বাতিলের সুপারিশ করছেন। তাদের তফসিল বাতিলের এই প্রয়াস দেশকে সাংবিধানিক শূন্যতার দিকে ঠেলে দেওয়ার নামান্তর। বিবৃতিতে স্বাক্ষরকারী উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন- জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি কাজী রিয়াজুল হক, সাবেক গভর্নর ড. আতিউর রহমান, সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা, সাবেক আইজিপি ও রাষ্ট্রদূত ড. হাসান মাহমুদ খন্দকার, সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও মো. আবুল কালাম আজাদ, দুদকের সাবেক চেয়ারম্যান ড. ইকবাল মাহমুদ, সাবেক সচিব পবন চৌধুরী, অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কনক কান্তি বড়ুয়া, অবসরপ্রাপ্ত লে. জেনারেল মোল্লা ফজলে আকবর প্রমুখ।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
৩৯৫ বিশিষ্ট নাগরিকের বিবৃতি
ইসির তফসিল একতরফা বলার অবকাশ নেই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর