রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী নৈশ কোচে পেট্রল বোমা মেরে ছয় বাসযাত্রী হত্যা ও ২৫ জন দগ্ধের ঘটনা ১৪ জানুয়ারি নয় বছরে গড়াবে। প্রায় এক দশক হতে চললেও চাঞ্চল্যকর এ মামলাটি গতিহীন হয়ে পড়েছে। এ ছাড়া মামলার অধিকাংশ আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। জামিনপ্রাপ্ত কয়েকজন আসামি হাই কোর্টে স্থগিতাদেশ চেয়ে আবেদন করার পরিপ্রেক্ষিতে মামলাটি এখন স্থগিত অবস্থায় রয়েছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলাটির গতি ফিরিয়ে আনতে অ্যাটর্নি জেনারেল বরাবর আবেদন করেছেন বলে জানা গেছে। জানা গেছে, ২০১৫ সালের ১৪ জানুয়ারি কুড়িগ্রামের উলিপুর থেকে খলিল পরিবহনের একটি নাইটকোচ যাত্রীদের নিয়ে ঢাকায় যাচ্ছিল। রাত ১টার দিকে মিঠাপুকুর উপজেলার বাতাসন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে বাসে আগুন ধরে যায় এবং জীবন্ত দগ্ধ হয়ে এক শিশুসহ ছয়জন নিহত হন। এ ঘটনায় মিঠাপুকুর থানার তৎকালীন এসআই আবদুর রাজ্জাক বাদী হয়ে এ ঘটনায় ৮৭ জন নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০-৫০ জনের নামে মামলা করেন। তদন্ত কর্মকর্তা মিঠাপুকুর থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ১৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলাটি বর্তমানে রংপুরের জজ আদালতে হাই কোর্টের আদেশে স্থগিত অবস্থায় রয়েছে। সরকার পক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম তুহিন জানান, কয়েকজন আসামি উচ্চ আদালতে মামলাটির স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছে। হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী বর্তমানে মামলাটি স্থগিত রয়েছে।
শিরোনাম
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
- পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে : জামায়াত আমির
- রূপগঞ্জে কুপিয়ে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- কুড়িগ্রামে কঠোর নিরাপত্তায় উল্টো রথ যাত্রা উদযাপন
- মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা সিলেটে যাচ্ছেন কাল
মিঠাপুকুরে ছয় বাসযাত্রী হত্যা
নয় বছরেও গতি নেই মামলার
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর