রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী নৈশ কোচে পেট্রল বোমা মেরে ছয় বাসযাত্রী হত্যা ও ২৫ জন দগ্ধের ঘটনা ১৪ জানুয়ারি নয় বছরে গড়াবে। প্রায় এক দশক হতে চললেও চাঞ্চল্যকর এ মামলাটি গতিহীন হয়ে পড়েছে। এ ছাড়া মামলার অধিকাংশ আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। জামিনপ্রাপ্ত কয়েকজন আসামি হাই কোর্টে স্থগিতাদেশ চেয়ে আবেদন করার পরিপ্রেক্ষিতে মামলাটি এখন স্থগিত অবস্থায় রয়েছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলাটির গতি ফিরিয়ে আনতে অ্যাটর্নি জেনারেল বরাবর আবেদন করেছেন বলে জানা গেছে। জানা গেছে, ২০১৫ সালের ১৪ জানুয়ারি কুড়িগ্রামের উলিপুর থেকে খলিল পরিবহনের একটি নাইটকোচ যাত্রীদের নিয়ে ঢাকায় যাচ্ছিল। রাত ১টার দিকে মিঠাপুকুর উপজেলার বাতাসন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে বাসে আগুন ধরে যায় এবং জীবন্ত দগ্ধ হয়ে এক শিশুসহ ছয়জন নিহত হন। এ ঘটনায় মিঠাপুকুর থানার তৎকালীন এসআই আবদুর রাজ্জাক বাদী হয়ে এ ঘটনায় ৮৭ জন নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০-৫০ জনের নামে মামলা করেন। তদন্ত কর্মকর্তা মিঠাপুকুর থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ১৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলাটি বর্তমানে রংপুরের জজ আদালতে হাই কোর্টের আদেশে স্থগিত অবস্থায় রয়েছে। সরকার পক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম তুহিন জানান, কয়েকজন আসামি উচ্চ আদালতে মামলাটির স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছে। হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী বর্তমানে মামলাটি স্থগিত রয়েছে।
শিরোনাম
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে