বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

অনেক চ্যালেঞ্জ সামনে রেখে পিএইচডি নীতিমালা হচ্ছে

বেসরকারি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ থাকা উচিত বলে মনে করেন দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। গতকাল কালের কণ্ঠের আয়োজনে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি : সম্ভাবনার চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে তারা বলছেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনেকেই এ যোগ্যতা রাখে।

কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিবের সঞ্চালনায় বৈঠকে অংশ নেন কালের কণ্ঠ প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ মঞ্জুরি কমিশন ও আহ্বায়ক, পিএইচডি নীতিমালা প্রণয়ন সংক্রান্ত কমিটির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, ইউনাইটেড ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবুল কাশেম মিয়া, ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ড. সৈয়দ মাহফুজুল আজিজ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক এস কে তৌফিক এম হক এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. কবিরুল ইসলাম।

আলোচনায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র বলেছেন, বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আছে তা বিবেচনা করেই নীতিমালা তৈরি করা হচ্ছে। সবাইকে ঢালাওভাবে এ সুযোগ দেওয়া হবে না। যারা নীতিমালা অনুযায়ী নিজেদের প্রস্তুত করবে তারাই কেবল এ সুযোগ পাবে। এ বিষয়ে সবার মতামত আমরা গ্রহণ করে সে অনূযায়ী নীতিমালা তৈরি করব।

তিনি বলেন, সামনে আরও এ বিষয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। যারা আইন মেনে চলে, যারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে, যাদের যোগ্য শিক্ষক আছে তাদের যদি আমরা কাজে লাগাতে না পারি সেটা আমাদের ব্যর্থতা। সে ক্ষেত্রে অবশ্যই এটি শুরু করা দরকার।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর