চলমান আন্দোলন কেন্দ্র করে ঘোষিত তিন দিনের সাধারণ ছুটির সময় দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং শেয়ারবাজারে লেনদেন হবে না। এ সময় আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) এ সময় বন্ধ থাকবে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। সোম, মঙ্গল ও বুধবার সাধারণ ছুটিকালীন ব্যাংক বন্ধ থাকবে। জানা গেছে, এসময় সচল থাকবে অটোমেটেড টেলার মেশিন-এটিএমে লেনদেন, মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং। লেনদেন করা যাবে পয়েন্ট অব সেল মেশিনেও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় এক নির্বাহী আদেশে আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর আগে সরকারি চাকরিতে চলমান কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে ছড়িয়ে পড়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে গত সপ্তাহের শুরুর দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস খোলা ছিল। এরপর গত বুধবার থেকে গতকাল পর্যন্ত স্বাভাবিক সময়ে চলছে সরকারি-বেসরকারি সব অফিস।