কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী হতাহতের বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে তদন্তের আহ্বান জানিয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন-বিটিএফ। গতকাল বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর মিস গোয়েন লুইসের সঙ্গে ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে বৈঠকে এ আহ্বান জানান দলটির নেতারা। বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নেতৃত্বে ভাইস চেয়ারম্যান আলহাজ ডা. সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার ও যুগ্ম মহাসচিব ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী অংশ নেন। বৈঠকে দেশের বর্তমান বিরাজমান পরিস্থিতি, শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর জোর দেওয়া হয়। অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকেও সমর্থন জানানো হয়। কোটা সংস্কার আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছেন তাদের হত্যাকারীদের বিচারের আওতায় আনার জন্য জাতিসংঘের নেতৃত্বে তদন্তের আহ্বান জানানো হয়। শেষে বাংলাদেশ তরিকত ফেডারেশনের পক্ষ হতে এ বিষয়ে চিঠি হস্তান্তর করা হয়।