চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন এলাকায় প্রকাশ্যে গুলি করে আওয়ামী লীগের দুজনকে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮)। জানা যায়, দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান ইউনুস গণি চৌধুরীর অনুসারী। তাদের বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়াইশ এলাকায়।
গতকাল দুই খুনের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। একটি দায়ের করেছেন নিহত মাসুদ কায়সারের ভাই আরিফ। সেখানে চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন আরমান বাচ্চু, জাহাঙ্গীর, সাজ্জাদ হোসেন ও হাসান। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় অক্সিজেন-কুয়াইশ সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এ হত্যাকান্ডের ঘণ্টাখানেক আগে একই গ্রুপের হামলায় সোহেল ও মাসুম নামে আরও দুজন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশসূত্র জানান, আনিস ও কায়সার অক্সিজেন-কুয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। তারা নাহার কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে মাসুদ কায়সার ঘটনাস্থলেই নিহত হলেও আনিস কিছুদূর দৌড়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। উভয়ের পরিবার এ ঘটনা পূর্বশত্রুতার জের বলে ধারণা করছে।
সিএমপির বায়েজিদ জোনের এসি বেলায়েত হোসেন বলেন, ‘দুই হত্যার ঘটনায় আমরা কিছু নাম পেয়েছি। সেই সূত্র ধরে কাজ করছি।