দুই সপ্তাহ ধরে চলা তৈরি পোশাক শিল্পাঞ্চলে শ্রমিক অস্থিরতার পর শ্রমিকরা বৃষ্টি উপেক্ষা করে কাজে যোগ দিয়েছেন। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ এবং শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
শিল্প পুলিশ জানায়, গতকাল সকালে নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়েছেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা। তারা শান্তিপূর্ণভাবে কাজ করছেন। তবে আজও শ্রম আইন অনুযায়ী ১৮টি কারখানা বন্ধ আছে এবং সাধারণ ছুটি আছে দুটি কারখানায়। এর মধ্যে ওষুধ ও চামড়াজাত পণ্য প্রস্তুতসহ বিভিন্ন ধরনের কারখানা আছে। তবে বেশির ভাগই তৈরি পোশাক কারখানা।