কিশোরগঞ্জ সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের নির্দেশদাতা কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মাসুদকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রাজধানীর ফকিরাপুল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ৪ আগস্ট কিশোরগঞ্জ সদরে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, মাসুদ সাদা পাঞ্জাবি ও পায়জামা পরে ভারী অস্ত্র হাতে দিকনির্দেশনা দিচ্ছেন। সেই অস্ত্র দিয়ে গুলি করছেন। তার আশপাশে কয়েকজনের হাতেও ভারী অস্ত্র দেখা গেছে। র্যাব-৩ এর অপস অফিসার এএসপি মো. ফয়জুল ইসলাম জানান, কিশোরগঞ্জ সদর থানায় গত ৩০ আগস্ট দায়ের করা একটি হত্যা মামলায় মো. মাজহারুল ইসলাম মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে।
তাকে কিশোরগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।