বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হিন্দুস্তানের লোকজন কোনো কারণ ছাড়াই মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম সুসম্পর্ক নষ্ট করার পাঁয়তারা করছে। ভারতীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে মিছিল নিয়ে এসে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনারের কার্যালয়ে হামলা করেছে। আমাদের দেশের জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে। এসব কর্মকাণ্ড দুঃখজনক। এগুলো মেনে নেওয়ার মতো নয়। আন্তর্জাতিক আইনে যে কোনো দেশের হাইকমিশন কার্যালয়ের নিরাপত্তা দেওয়া সেই দেশের দায়িত্ব। ভারত সরকার তা পালনে ব্যর্থ হয়েছে। উল্টো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশে শান্তিরক্ষা মিশন পাঠানোর মতো হাস্যকর কথা বলেছেন। গতকাল বিকালে নাটোর শহরের কানাইখালি বাস মালিক সমিতির সামনে আয়োজিত নিহত নাটোর পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুজনের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
দুলু বলেন, স্বাধীনতার পর যে কোনো সময়ের চেয়ে বর্তমানে দেশের সনাতন ধর্মের লোকেরা ভালো আছেন। নিরাপদে আছেন। এখানে কোনো হামলা-নির্যাতনের ঘটনা ঘটছে না। অথচ ভারতের কিছু মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে উসকানি দেওয়া হচ্ছে। বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খিস্টান- সবাই মিলেমিশে বসবাস করেন। আমাদের প্রিয় মাতৃভূমি নিয়ে কোনো ষড়যন্ত্র হলে সবাই মিলে রুখে দেওয়া হবে। মহান মুক্তিযুদ্ধে যেমন দেশের মানুষ ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে তেমনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপরে কোনো আঘাত এলে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম সৃজনের সঞ্চালনায় স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, নাটোর পৌর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল মামুন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।