চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কোটি ২০ লাখ টাকা মূল্যের ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের বাসা তল্লাশি করে নগদ আরও ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারা হলেন- উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের আবদুস সবুরের ছেলে মো. আবদুল্লাহ আল নোমান (২৫) ও মো. আবু হানিফ (২২)।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, বিপুল পরিমাণ ইয়াবা এবং নগদ ১৮ লাখ টাকা উদ্ধারের ঘটনায় দুই আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হয়। মাদকের মূল হোতাদের গ্রেপ্তারে যৌথ অভিযান চলমান আছে।