জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ‘নির্বাচন নিয়ে কিছু মানুষ অস্থির হয়ে গেছে। দেশে আগে সংস্কার হবে, তারপর নির্বাচন। শুধু একটি নির্বাচনের জন্য ছাত্র-জনতা রক্ত দেয়নি, দেশের মানুষ জেল-জুলুম অত্যাচার সহ্য করেনি, কোরআনের পাখি আল্লামা সাঈদী নিজের জীবনকে উৎসর্গ করেননি’। গতকাল বিকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, জিয়ানগর উপজেলা শাখা আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়ানগরের ইন্দুরকানী ফজলুল করিম আলিম মাদরাসা মাঠে আয়োজিত সম্মেলনে আরও বক্তব্য দেন পিরোজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ছিদ্দিকুল ইসলাম খন্দকার, সাবেক সভাপতি অধ্যক্ষ মো. জহিরুল হক, বর্তমান সহসভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. শাহ জালাল, জেলা জামায়াতের নির্বাচনবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল প্রমুখ।
মাসুদ সাঈদী আরও বলেন, ‘দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে, জীবন দিয়েছে বাংলাদেশকে ইনসাফপূর্ণ ও কল্যাণময় রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য। বাংলাদেশকে বৈষম্যহীন রাষ্ট্র করার জন্য। খুনি শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা, ভারতের দালালরা রাষ্ট্রের প্রতিটি জায়গায় ঘাপটি মেরে আছে। তাই সংস্কার ছাড়া নির্বাচন মানে হলো যেই লাউ সেই কদু।’