প্রায় তিন মাস পর ঘোষিত খুলনা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে চমক আনা হয়েছে। এবার কমিটিতে জেলা ছাত্রদল ও জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু হোসেন বাবুকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট মোমরেজুল ইসলামকে। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আংশিক কমিটি ঘোষণা দেওয়া হয়।
এদিকে প্রথমবারের মতো খুলনায় প্রত্যন্ত এলাকার ত্যাগী নেতাদের দলের নেতৃত্বে আনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা। তারা বলেন, খুলনার ছয়টি সংসদীয় আসনের মধ্যে গুরুত্বপূর্ণ চারটি আসন জেলায় অবস্থিত। শহরকেন্দ্রিক নেতারা মাঠপর্যায়ের রাজনীতিতে সরাসরি জড়িত না থাকায় বিভিন্ন সময় প্রত্যন্ত এলাকায় দলের অবস্থান ছিল নড়বড়ে। কমিটি গঠন নিয়ে ছিল দ্বন্দ্ব-মনোমালিন্য। এবারই প্রথম জেলার নেতৃত্বে তৃণমূলের নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়েছে।
জানা যায়, নতুন কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুর বাড়ি পাইকগাছা উপজেলায়। যুগ্ম আহ্বায়ক মোমরেজুল ইসলামের বাড়ি সুন্দরবন ঘেঁষা কয়রায় ও সদস্যসচিব আবু হোসেন বাবুর বাড়ি রূপসা উপজেলায়। এদের প্রত্যেকেই নিজ এলাকায় থেকে দলের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। আবু হোসেন বাবু বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে জেলার রাজনীতিতে নেতৃত্ব আনার পেছনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সুদূরপ্রসারী চিন্তাভাবনা রয়েছে। ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের মতো তরুণ নেতৃত্বকে যে আস্থার দায়িত্ব দিয়েছেন আমরা সেই দৃষ্টিকোণ থেকে জেলা পর্যায়ে বিএনপিকে পুনর্গঠন করতে চাই। তিনি বলেন, এখন থেকে যিনি উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে রাজনীতি করবেন তাকে সেই এলাকায় থাকতে হবে। আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চাই। এদিকে নতুন কমিটি ঘোষণার পর উচ্ছ্বাস দেখা দিয়েছে নেতা-কর্মীদের মধ্যে। বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম বলেন, তরুণ নেতৃত্বের নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানাই। প্রত্যেকেই দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে আছেন।
তিনি বলেন, দলকে শক্তিশালী করতে সবাইকে নিয়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করা হবে। এরপর থানা কমিটি ভেঙে দিয়ে ইউনিয়ন পর্যায় থেকে ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।
উল্লেখ্য, ২০২১ সালের ৯ ডিসেম্বর আমীর এজাজ খানকে আহ্বায়ক, আবু হোসেনকে যুগ্ম আহ্বায়ক ও এস এম মনিরুল হাসানকে সদস্যসচিব করে আহ্বায়ক কমিটি করা হয়। কিন্তু নানাভাবে বিতর্কিত হওয়ায় গত ১৯ সেপ্টেম্বর ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।