গনমাধ্যম সংস্কার কমিশনের সঙ্গে বরিশাল বিভাগের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। গতকাল বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা হয়। সভায় সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, প্রভাবশালীদের হাত থেকে সংবাদমাধ্যমকে মুক্ত রাখা, সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, পত্রিকায় সম্পাদক হিসেবে যোগদান করতে হলে সাংবাদিকতায় কমপক্ষে ১৫ থেকে ২০ বছরের অভিজ্ঞতা থাকা, মফস্বল সাংবাদিকদের যথাযথ প্রশিক্ষণ প্রদান, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গঠনসহ সাংবাদিকদের একক রেজিস্ট্রেশন নম্বর প্রদানের প্রস্তাব করা হয়।
সভায় গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ বলেন, সাংবাদিকদের মতামত বা সুপারিশ জানতে সভা করা হয়। সভা থেকে উঠে আসা সুপারিশমালা তুলে ধরবে গণমাধ্যম সংস্কার কমিশন। সংবাদমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার জন্য এ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের প্রধান লক্ষ্য থাকবে সংবাদ এবং সাংবাদিকদের কাজের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা।
সভায় কমিশনের সদস্য অধ্যাপক আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান, জিমি আমির, টিটু দত্ত গুপ্ত, আবদুল্লাহ আল মামুন, আঞ্চলিক তথ্য অফিস বরিশালের উপপ্রধান তথ্য অফিসার আফরোজা নাইচ রিমাসহ বিভাগের অন্যান্য জেলার তথ্য অফিসাররা উপস্থিত ছিলেন।