বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনকে অবাঞ্ছিত ঘোষণা করে তার বাসভবনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এ ছাড়া বিদ্যুৎসহ সব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের এক দফা দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী এ কর্মসূচি পালন করা হয় বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থী রাকিন খান। তিনি জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল শেষে উপাচার্যের বাসভবনের প্রবেশপথে তালা দেওয়া হয়েছে। এ ছাড়া বিদ্যুৎসহ সব সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বলেন, আমরা নতুন উপাচার্য নিয়ে তালা খুলব। উপাচার্য পদত্যাগ না করলে আগামী অনশনসহ কঠোর কর্মসূচি পালন করা হবে। তাদের এক দফা আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ১৫ বিভাগ একাত্মতা প্রকাশ করে বিবৃতি দিয়েছে। আন্দোলনরত আরেক শিক্ষার্থী মোকাবেল শেখ বলেন, আন্দোলনের ২৪তম দিন এসে পূর্বঘোষিত কর্মসূচি অনুয়ায়ী আমরা তার বাসভবনে তালা লাগিয়ে দিয়েছি। উপাচার্য বাসভবনে কখনো থাকেন না, তিনি সবসময় ঢাকায় থাকেন। গুচ্ছ পরীক্ষার কথা চিন্তা করে কঠোর কোনো কর্মসূচি দিচ্ছি না।