৫ মে ‘নিয়োগ ও বদলিবাণিজ্য, রেড ক্রিসেন্টে দুদকের অভিযান’ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং সংস্থাটির বর্তমান ম্যানেজিং বোর্ড সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু। রেড ক্রিসেন্ট সোসাইটি বলছে, বেশ কয়েকটি জাতীয় পত্রিকা ও সোসাইটির দায়িত্বপ্রাপ্ত কয়েকজনের নাম উল্লেখ করা হয় সংবাদে। দুদক যেসব বিষয়ে তদন্ত করতে এসেছিল, সবগুলোই বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলের অনিয়ম এবং দুর্নীতি নিয়ে। যার সঙ্গে সংবাদে উল্লিখিত সম্মানিত সদস্যদের কোনো সম্পর্ক নেই। পৃথক প্রতিবাদে ডা. মাহমুদা আলম মিতু বলেছেন, আমি মনে করছি প্রকাশিত সংবাদে ভুল ক্রমে কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম এসেছে। দুদকের প্রেস রিলিজে কোথাও আমার নাম নেই। দুদক স্পষ্ট জানিয়েছে, তারা আমার বিরুদ্ধে কোনো অভিযোগের ভিত্তিতে সেখানে যায়নি। বিগত আওয়ামী দুঃশাসনের সময়ে যে অনিয়ম হয়েছে তারা সেসব অনিয়মের ব্যাপারে তদন্তে গেছেন। আমি রেড ক্রিসেন্টে মাত্র দুই মাস হলো দায়িত্ব পেয়েছি। তিনটা অফিসিয়াল মিটিং করেছি, আর ছোট দুটা মিটিং করেছি। এ ছাড়া আমার রেড ক্রিসেন্টে যাওয়াও হয়নি। আমি যাওয়ার পরে কোনো নিয়োগ কিংবা বদলি হয়নি। একজন ডিরেক্টর অভিযোগের ভিত্তিতে শাস্তিমূলক বদলি হয়েছে। অথচ আমার নামে নিয়োগ এবং বদলিবাণিজ্যের কথা লেখা হয়েছে। আমাকে নিয়ে যে বিভ্রান্তিমূলক ও অসত্য তথ্য প্রকাশ করা হয়েছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিজ্ঞপ্তি