জনতার দলের সদস্যসচিব আজম খান বলেছেন, বিদ্যমান আইনে এখনই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করা পর্যন্ত আমরা মাঠে থাকবে। গতকাল দুপুর সাড়ে ১২টায় শাহবাগ চত্বরে এসে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জনতার দলের মুখপাত্র ও প্রধান সমন্বয়ক ডেল এইচ খান, আজরিন সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মহসিন, মো. আতিকুল ইসলাম জুনেদ, মেজর (অব.) জাকিরসহ জনতার দলের শতাধিক নেতা-কর্মী।
আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে জনতার দলের সদস্যসচিব আজম খান বলেন, বর্তমান বিদ্যমান আইনে এই দলকে নিষিদ্ধ করা যেতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ নতুন কিছু নয়। শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিলেন। ১৯৭৫ সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টের ১৯ ধারায় এ মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়। বিচার বিভাগ সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। আমাদের তরুণরাই ভবিষ্যৎ। এ তরুণরাই দেশ চালাবে। দলের নেতারা বলেন, আজকে ছাত্রদের এ ন্যায্য দাবির প্রতি সশরীরে উপস্থিতি এবং সমর্থনের মধ্য দিয়ে আমরা ন্যায্যতার পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট করতে পেরেছি। প্রসঙ্গত, গতকাল বিকাল থেকে শাহবাগ ব্লকেড ও গণজমায়েত কর্মসূচি থাকলেও মূলত সকাল থেকেই শাহবাগ ব্লকেড করে রাখে ছাত্র-জনতা। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।