১০ বছর পর আওয়ামী লীগ সরকারের সময়ে করা একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। ২০১৫ সালের ৬ জানুয়ারি বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে সড়কে খুঁটি পুঁতে পাকা রাস্তার কার্যকারিতা নষ্টের অভিযোগে ওই মামলা করা হয়েছিল। ৪৫ জনকে আসামি করা হয়, যাঁরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গতকাল দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদিব আলী মামলার সব আসামিকে বেকসুর খালাস ঘোষণা করেন। মামলার বিবরণে জানা গেছে, বিএনপির ডাকা অবরোধ চলাকালে ওইদিন সকাল থেকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শিমুলতলা মোড়ে বিএনপি নেতা-কর্মীরা ব্যারিকেড তৈরি করেন। এ সময় পিচ উঠিয়ে পাকা রাস্তার দুই পাশের মাটি কাটায় রাস্তার কার্যকারিতাসহ সরকারি সম্পদ নষ্টের অভিযোগ আনা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আসাদুল হাবিব দুলুসহ ৪৫ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০০ থেকে ৫৫০ জনকে আসামি করে। রায়ের পর বিএনপি নেতা দুলু বলেন, ‘এটি একটি গায়েবি ও ভুয়া মামলা ছিল। আমাদের যে গণতান্ত্রিক আন্দোলন ছিল সে আন্দোলন ব্যাহত করার জন্য সরকার পরিকল্পিতভাবে এসব মামলা দিয়ে আমাদের হয়রানির চেষ্টা করেছিল। আজ আমরা কোর্ট থেকে ন্যায়বিচার পেয়েছি। কোনো ফ্যাসিবাদী সরকার মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলন ঠেকিয়ে রাখতে পারে না। তার প্রমাণ হলো।’