জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। রংপুরের কাউনিয়া উপজেলার গ্রামের বাড়িতে শনিবার রাতে এক চিঠিতে এ হুমকি দেওয়া হয়। এ বিষয়ে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন আখতার হোসেনের বড় ভাই আরিফ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি আবদুল লতিফ শাহ।
জিডিতে উল্লেখ করা হয়েছে, বুলেট নামে একজন শনিবার পোস্ট অফিসের মাধ্যমে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, আখতারকে রংপুর অথবা গ্রামের বাড়ি বাজার কাউনিয়া অথবা যে কোনো জায়গায় হত্যা করা হবে। এটা অগ্রিম জেনে নিন ও সতর্ক হোন। এদিকে শনিবার রাতেই নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে আখতার হোসেন লেখেন, ‘ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দিয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম ‘বুলেট’। তিনি আরও লেখেন, ‘চিঠিটা ডাকপিওন শুক্রবার বড় ভাইয়ের কাছে দেন। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষ চিন্তায় আছেন। যেখানে পাবে, সেখানে খুন করবে, ঝামেলায় ফেলবে এমন হুমকি।’
আখতার লেখেন, ‘বোনাস লাইফ লিড করছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনো হব না ইনশা আল্লাহ। আল্লাহ ভরসা।’
এদিকে আখতার হোসেনকে হত্যার হুমকির প্রতিবাদে এবং জনগণের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে গতকাল বিকালে রংপুর ও কাউনিয়ায় এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি।