চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার বিজয়নগর এলাকা থেকে ধর্ষণ মামলার আসামি মো. আনিসুল ইসলাম রিকনকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি। রিকন কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার বাসিন্দা। তার বিরুদ্ধে চট্টগ্রামের খুলশী থানায় একটি ধর্ষণ মামলা রয়েছে। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।