বিশ্ব পরিমাপ দিবস আজ। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
এ বছরের প্রতিপাদ্য ‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’। দিবসটি উপলক্ষে শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং শিল্পসচিব মো. ওবায়দুর রহমান বাণী দিয়েছেন। জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই বিভিন্ন কর্মসূচি
হাতে নিয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন উপদেষ্টা আদিলুর রহমান খান। সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে বিশেষ বক্তা থাকবেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। স্বাগত বক্তব্য দেবেন বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বুয়েটের উপ-উপাচার্য প্রফেসর ড. আবদুল হাসিব চৌধুরী।