জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য ১৪ জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। এর আগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে ২৫ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরে তা আমলে নেন ট্রাইব্যুনাল। গতকাল রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, বি এম সুলতান মাহমুদ ও গাজী এম এইচ তামিম।
আট আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন চারজন। তারা হলেন-শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম। তাদের গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই চারজনের পক্ষে শুনানিতে আইনজীবীরা তাদের মামলা থেকে অব্যাহতির আবেদন জানান।
এ ছাড়া পলাতক রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। তাদের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. কুতুবউদ্দিন। তিনি আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন করেন।