‘অল্প বয়সে বিয়া কইরা স্বামী মইরা গেছে। আল্লাহর দেওয়া ধন দুইডা পোলা-মাইয়া আছে। কী করব খুঁজে পাই না। লোক মারফতে জানতে পারলাম, বসুন্ধরা সেলাই শিখাইয়া বিনা পয়সায় মেশিন দিব কাজ করে খাওয়ার জন্য।’ পাহাড়িয়াকান্দি ইউনিয়ন পরিষদে বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে এসে এ কথাগুলো বলে কেঁদে ফেললেন পাহাড়িয়াকান্দি গ্রামের স্বামীহারা অন্তরা আক্তার। সেলাই প্রশিক্ষণ উদ্বোধনী দিনেই স্বপ্নের জাল বুনতে শুরু করলেন অন্তরা।
অন্তরার মতো ফাতেমা আক্তার, ফেরদোসী আক্তারসহ ৩০ নারীর অনেকেই অসহায়ত্বেও বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেন। গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়ন পরিষদে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। এতে ৩০ জন বিধবা, অসচ্ছল, হতদরিদ্র নারী অংশগ্রহণ করেন। এই সেলাই কার্যক্রম তিন মাস চলবে। দক্ষ প্রশিক্ষক দ্বারা হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। তিন মাস পর বসুন্ধরার আর্থিক সহায়তায় প্রত্যেকের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হবে। প্রশিক্ষণ থেকে শুরু করে বিতরণ পর্যন্ত সব ব্যয় বহন করবে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপ শুধু বাঞ্ছারামপুরে নয়, নদী ও সাগরের উপকূলীয় এলাকা, পাহাড়ের পাদদেশ, দেশের সীমানা প্রাচীরে বসবাসকৃত অসহায় মানুষসহ সারা দেশে স্বাস্থ্য, শিক্ষা এবং দারিদ্র্যদূরীকরণের নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন পাহাড়িয়াকান্দি ইউনিয়নের শিক্ষা অনুরাগী, সমাজসেবক, মানবদরদি আনোয়ার হোসেন তালুকদার পিন্টু, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন, বাঞ্ছারামপুর কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. চাঁন মিয়া সরকার প্রমুখ।
বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার জামাল উদ্দিন, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার আমির হোসেন আনোয়ার, বসুন্ধরা ফাউন্ডেশনের জুনিয়র অফিসার মো. শাহজাহান, মো. শাহিন, মো. মুজিবুর রহমান প্রমুখ।
এ সময় আনোয়ার হোসেন তালুকদার পিন্টু বলেন, আমরা দেখেছি, দেশের বিভিন্ন ক্রান্তিকালে দেশ ও দেশের জনগণের কল্যাণে সবার আগে এগিয়ে আসে বসুন্ধরা গ্রুপ। তিনি আরও বলেন, বাঞ্ছারামপুরে সুদমুক্ত ঋণ, ফ্রি চিকিৎসাসেবা, গরিব মেধাবীদের শিক্ষাবৃত্তি, শিক্ষার্থীদের মাঝে খাদ্যসহায়তা, অসহায় ও অসচ্ছল নারীদের মাঝে প্রশিক্ষণসহ সেলাই মেশিন বিতরণ করছে। আমরা সবাই মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি- যাতে বসুন্ধরা গ্রুপের মালিকপক্ষের সবাইকে আল্লাহ ভালো এবং সুস্থ রাখেন।