জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে চাই। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না’। নির্বাচন ও ভোটাধিকারের পক্ষে সত্যিকারের লড়াই করে যাচ্ছে জাতীয় নাগরিক পাটি- উল্লেখ করে তিনি বলেন, ‘যারা বিচার ও সংস্কার ছাড়াই নির্বাচন চায়, তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। আমরা স্বাধীনতা এনেছি, সংস্কারও আনব, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব।’
গতকাল বিকালে যশোর শহরের ঈদগাহ মোড়ে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশের রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দাঁড়াতে দেওয়া হয়নি। সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা এ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে দেব না। আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কাজ করবে, কোনো দলের অনুসারী হবে না। সরকারি দলেরও না।’
তিনি আরও বলেন, ‘আমলাতন্ত্র প্রশাসনও কোনো দলের অনুসারী হবে না, কোনো সরকারি দলের নেতার ওপর নির্ভর করবে না। মেধা ও যোগ্যতা অনুযায়ী প্রমোশন পাবে।’