জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘জুলাই উইমেন্স ডে’-তে আজ সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো প্রদর্শিত হবে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আয়োজনে সন্ধ্যা ৬টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। শুরুতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় নির্মিত জুলাইয়ের শহীদ নারীদের ওপর নির্মিত টিভিসি প্রদর্শন করা হবে। এরপর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় নির্মিত ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’, ‘জুলাই ওমেন’ ও ‘জুলাই বিষাদ সিন্ধু’ শিরোনামে চলচ্চিত্র প্রদর্শন করা হবে। থাকবে জুলাই শহীদ পরিবারের নারী ও জুলাই নারী যোদ্ধাদের স্মৃতিচারণ। অনুষ্ঠানে জুলাইয়ের গান পরিবেশন করবেন শিল্পী সায়ান, পারসা মাহজাবিন ও এলিটা করিম এবং ব্যান্ডদল- ইলা লা লা, এফ মাইনর ও সমগীত।
জুলাইয়ের গান শেষে রাত ১০টায় প্রদর্শিত হবে জুলাই গণ অভ্যুত্থান ও প্রিলিউডভিত্তিক ‘ড্রোন শো’। ‘ড্রোন শো’র পরে রাত ১২টায় জুলাই কন্যাদের প্রতিরোধের গর্জন পুনরায় প্রতিধ্বনিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে। অনুষ্ঠানে সব স্কুল, কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সব নারীদের অংশগ্রহণ বিশেষভাবে প্রত্যাশা করছে মন্ত্রণালয়।