বাংলাদেশ ব্যাংক কলমানি মার্কেটে স্থবিরতা কাটাতে এবং তাতে নতুন করে প্রাণ সঞ্চার করতে স্ট্যান্ডার্ড ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সুদের হার ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৮ শতাংশ নির্ধারণ করেছে। এ নতুন হার আজ থেকে কার্যকর হবে। গতকাল পর্যন্ত এসডিএফ সুদের হার ছিল ৮ দশমিক ৫০ শতাংশ। গতকাল বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগ (এমপিডি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মো. এজাজুল ইসলাম বলেন, ‘বাণিজ্যিক ব্যাংকগুলো যাতে বাড়তি তহবিল এসডিএফে না রেখে কলমানি বাজারে বিনিয়োগ করে, তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে ব্যাংকগুলো এসডিএফে প্রায় ৭২ হাজার ৭৩০ কোটি টাকা জমা রেখেছে, যা মে মাসের ২৮ হাজার ২২২ কোটি টাকার তুলনায় প্রায় ১৫৮ শতাংশ বেশি।
অন্যদিকে, গত মাসে কলমানি মার্কেটে মোট লেনদেনের পরিমাণ ছিল ৮৮ হাজার ৭৯০ কোটি টাকা, যা মে মাসের ১ লাখ ৪ হাজার কোটি টাকার তুলনায় প্রায় ১৫ শতাংশ কম।
বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যাংকিং খাতের বিশেষজ্ঞরা বলছেন, এতে করে তারল্য ব্যবস্থাপনায় গতি আসবে এবং আন্তব্যাংক স্বল্পমেয়াদি ঋণ ব্যবস্থা, অর্থাৎ কলমানি বাজারে ব্যাংকগুলোর সক্রিয়তা বাড়বে।