বগুড়ার ধুনটে কাদাযুক্ত বেহাল সড়কে চরম দুর্ভোগে পড়েছে পার লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ গ্রামবাসী। দীর্ঘ বছরেও সড়কটি পাকাকরণ না হওয়ায় বর্ষা মৌসুমে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ভাঙা ও কাদাযুক্ত রাস্তায় প্রতিদিন হেঁটে বিদ্যালয়ে যাতায়াত করতে গিয়ে শিক্ষার্থীসহ অনেকে আহতও হয়েছে। অনেক শিক্ষার্থী ভয়ে বিদ্যালয়ে যাওয়া-আসাও কমিয়ে দিয়েছে। এতে পাঠদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
পার লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সবুজ মিয়া জানান, কয়েক দিনের বৃষ্টিতে রাস্তায় হাঁটুসম কাদা জমে গেছে।
কাদাযুক্ত পিচ্ছিল এই সড়কে যাতায়াত করার সময় অনেকে পড়ে গিয়ে আহতও হয়েছে। এ কারণে অনেকে বিদ্যালয়ে ঠিকমতো যেতে পারছে না। রাস্তাটি ঠিক হলে আবার আমরা নিয়মিত বিদ্যালয়ে যেতে পারব। স্থানীয় বাসিন্দা আজাহার আলী বলেন, অনেক জনপ্রতিনিধি সড়কটি পাকাকরণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু কোনো দিনই তা বাস্তবায়ন হয়নি। এ কারণে কৃষকেরা তাদের ফসল বাজারে বিক্রি করতে পারে না। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। বেহাল রাস্তায় গ্রামবাসী চরম দুর্ভোগে পড়েছে। তাই স্থানীয়রা দ্রুত রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়েছে। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল বলেন, পার লক্ষ্মীপুর গ্রামের সড়কটিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তা পাককরণ ও সংস্কার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।