সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১ হাজার ১৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৫০ জন। গতকাল পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, অভিযানে একটি বার্মিজ চাকু, একটি একনলা বন্দুক, দুটি এলজি, একটি কিরিচ, একটি রামদা, একটি কার্তুজ জব্দ করা হয়েছে।