গাজীপুরের কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী ও কাশিমপুর থানার ১ থেকে ১২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর-১ আসন। আসনটিতে বিএনপি থেকে মনোনয়ন পেতে চেষ্টা করছেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রমবিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মো. মুজিবুর রহমান, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার এবং দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে জেলা বিএনপির সদস্যসচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। এ ছাড়া কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিনও দল থেকে মনোনয়ন পাওয়ার চেষ্টায় আছেন। এর বাইরে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের প্রার্থীরাও এ আসনের নির্বাচনে অংশ নিচ্ছেন। জামায়াতের প্রার্থী মনোনীত হয়েছেন মানারাত ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক সাবেক সচিব মুহাম্মদ শাহ আলম বকশী। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান ভোট করবেন বলে জানা গেছে। এ আসনে জি এম রুহুল আমীনকে প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ ছাড়া গণঅধিকার পরিষদের জেলা আহ্বায়ক মো. আজাহার পাঠানও এ আসনে প্রার্থী হতে পারেন। প্রার্থী হওয়া প্রসঙ্গে বিএনপি নেতা কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, দীর্ঘ রাজনৈতিক পথ চলায় আমি আমার নিজ নির্বাচনি এলাকা গাজীপুর-১ আসনের সর্বস্তরের জনগণের পাশে থেকে ব্যক্তি উদ্যোগে বহু সামাজিক উন্নয়ন কাজ করেছি এবং ভবিষ্যতেও এলাকার উন্নয়নে নিরলসভাবে ভূমিকা রাখতে চাই। শওকত হোসেন সরকার বলেন, দলকেও সুসংগঠিত করতে ভূমিকা রেখেছি। আশা করছি দল এসব বিবেচনায় আমাকে মনোনয়ন দেবে। চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, দল যাকে নমিনেশন দেবে আমরা তার হয়ে কাজ করব। আমরা এখন ভোটারদের কাছে যাচ্ছি, পাশাপাশি দলীয় প্রধানের নির্দেশে আমাদের ৩১ দফা বাস্তবায়নের জন্যও কাজ করছি। জামায়াতের দলীয় প্রার্থী শাহ আলম বকশী বলেন, অনিয়ম, দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করছে জামায়াতে ইসলামী। নির্বাচিত হলে আমরা এসব দূর করে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করব। গাজীপুর-১ আসনে এবার মোট ভোটার ৬ লাখ ৩ হাজার ২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ১ হাজার ৮০৭ জন। মহিলা ভোটার ৩ লাখ ১ হাজার ২০৮ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।
শিরোনাম
- উগান্ডার সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি: অর্থনৈতিক চাপ, শুল্ক ছাড় ও বিতর্কের নেপথ্য কাহিনি
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু
- বুড়িগঙ্গায় নারী-শিশুসহ চারজনের লাশ উদ্ধার
- বিভ্রান্ত যাত্রী ককপিটে, তারপর যা ঘটল...
- মায়ের মৃত্যু সংবাদে স্ট্রোক করে প্রাণ হারাল ছেলে
- হত্যা মামলায় কারাগারে জাবির সাবেক সহকারী প্রক্টর জনি
- হোয়াটসঅ্যাপে ‘বিয়ের দাওয়াত’ ফাঁদে দুই লাখ রুপি হারালেন সরকারি কর্মকর্তা
- সরকারি খরচে ১২ লাখ ৬১ হাজারকে আইনি সহায়তা
- যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা সাময়িক বন্ধ করছে ভারত
- দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে সম্মত জাপান-দক্ষিণ কোরিয়া
- রিমান্ড শেষে কারাগারে আনিসুল-মেনন
- ঢাকায় জনদুর্ভোগ এড়াতে সমাবেশের জন্য ৯১ স্থান প্রস্তাব ডিএমপির
- নারী বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ
- সোমবারের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আশঙ্কা
- আবদুস সালামকে দেখতে হাসপাতালে ডা. রফিক
- নাফনদী থেকে ট্রলারসহ ১২ জেলে অপহৃত, অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে
- তিন দিনের মাথায় আবারও বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- সরকারিভাবে লক্ষাধিক টাকা বেতনে ১০০ নার্স নেবে কুয়েত
- প্রকৃতি ধ্বংস করে নয়, প্রকৃতি রক্ষা করে উন্নয়ন: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
- শেকৃবিতে কৃষি প্রকৌশল অনুষদ চালুর ঘোষণা উপাচার্যের
ভোটের হাওয়া
বিএনপির মনোনয়ন প্রার্থী ছয় অন্য দলের একজন করে
খায়রুল ইসলাম, গাজীপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর