দেশের রাজনৈতিক অঙ্গনে শিক্ষার্থীদের ব্যবহার করাকে অন্যায় হিসেবে দেখছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেক। তিনি বলেছেন, ছাত্রদের যে রাজনীতিতে ব্যবহার করা হয়, এটা ছাত্রদের ওপর জুলুম। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘নারীর মর্যাদা নিরাপত্তা ও সচেতনতার জন্য’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। ইনসাফ ফাউন্ডেশন নামে একটি ইসলামি সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। আবদুল মালেক বলেন, ‘কলেজ-ভার্সিটির ছাত্রদের রাজনীতিতে ব্যবহার করা হয় না? প্রত্যেক দলের ছাত্রদল (ছাত্রদের অঙ্গসংগঠন) আছে। এটা জুলুম। এমনকি ইসলামি দলগুলোর মধ্যেও তারা ছাত্রদের, মাদরাসার ছাত্রদের ব্যবহার করে অনেক ক্ষেত্রে। যত রাজনৈতিক দল আছে জেনারেলগুলো, তারা ছাত্রদের কলেজ-ভার্সিটির-স্কুলের ছাত্রদের যে ব্যবহার করছে, এটা তাদের ওপর জুলুম।’
জ্ঞানবিজ্ঞানকে ‘অনৈসলামিক’ পদ্ধতিতে শেখানোকেও বিশাল জুলুম হিসেবে বর্ণনা করে জাতীয় মসজিদের খতিব মালেক বলেন, জাগতিক জ্ঞানবিজ্ঞানকে নাস্তিকতা এবং অনৈসলামিক পদ্ধতিতে মুসলিম দেশে পড়ানো সেটা বিশাল জুলুম। ওই জুলুম থেকে ছাত্রদের রক্ষা করতে হবে। ছাত্রদের দলীয় রাজনীতিতে জড়ানোর রাস্তা বন্ধ করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। নারী অধিকারের আলোচনা করতে গিয়ে নানা পেশার (শ্রমিক, মালিক, শিক্ষার্থী) মানুষের অধিকার নিয়ে কথা বলেন আবদুল মালেক।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইনসাফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘নারীর প্রধান দায়িত্ব দুটি। এক হলো, স্ত্রী হিসেবে স্বামীকে সহযোগিতা ও অনুপ্রেরণা দান করা। দুনিয়াবিবিষয়ক ও দ্বীনিবিষয়ক। আর দ্বিতীয়ত মা হিসেবে সন্তান ধারণ ও প্রতিপালন। এই দুটি দায়িত্ব যাতে নারী সুচারুরূপে আনজাম (সম্পাদন) দিতে পারে, আল্লাহতায়ালা সেজন্য তাকে যথোপযুক্ত শরীর ও মনমানসিকতা দিয়েই সৃষ্টি করেছেন।’