এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের সহযোগিতায় শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ থিয়েটার মঞ্চায়ন করল দলটির দর্শকনন্দিত নাটক ‘সিরাজ যখন নবাব সিরাজউদ্দৌলা’। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় নাটকটির মঞ্চায়ন। নাটকটির নব নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন আবদুল আজিজ। এটি একটি হাস্যরসাত্মক গল্প। যেখানে সিরাজ নামের এক সহজ-সরল যুবক স্বপ্নে দেখে যে সে নবাব সিরাজউদ্দৌলার আসনে বসেছে এবং তার উজির-নাজিরদের হুকুম দিচ্ছে। নাটকটি মূলত নবাব সিরাজউদ্দৌলার পতন ও পলাশীর যুদ্ধের পরের ঘটনা নিয়ে আবর্তিত হলেও নব প্রযোজনায় এটিকে একটি ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। নাটকের মূল বিষয়বস্তু সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা হলেও এই প্রযোজনায় এর একটি নব নাট্যরূপ দেওয়া হয়েছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন খন্দকার শাহ আলম।
বাংলাদেশ থিয়েটারের অধিকর্তা ও নাটকটির মুখ্য অভিনেতা খন্দকার শাহ আলম বলেন, স্বপ্নে যুবক তার প্রিয় সিরাজউদ্দৌলাকে নিজের মধ্যে ধারণ করে চরিত্র বিন্যাস করা নিঃসন্দেহে একটি কষ্টসাধ্য কাজ। একজন হতাশাগ্রস্ত তরুণের স্বপ্ন নাটকটিতে তুলে ধরা হয়েছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, বাকিটা দর্শকদের ওপর ছেড়ে দিলাম। নাটকটি মঞ্চায়ন করাতে এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের আন্তরিক সহযোগিতায় আমি ও পুরো বাংলাদেশ থিয়েটার কৃতজ্ঞ।
আরও অভিনয় শিল্পীরা হলেন- মাসুদা খান, ফাতেমা আক্তার সুমি, আবদুল আজিজ, আজিজ রেজা, ইমন খান প্রমুখ।